টিয়ে পাখির ঠোঁটটি রঙিন
সবুজ জামা গায়ে,
রঙের যাদু মাখা যেন
রাঙা দুটি পায়ে।
সচরাচর যায় না দেখা
এদিক-সেদিক ঘুরতে,
হঠাৎ-সঠাৎ যায় যে দেখা
আকাশ পানে উড়তে।
খোকা-খুকি সবার প্রিয়
রঙিন টিয়ে পাখি,
আরও প্রিয় দেখতে তার
কাজল কালো আঁখি।
সেই পাখিটি খাঁচার ভেতর
থাকে যখন বন্দি,
কেমন করে করবে তবে
সবার সাথে সন্ধি!