মন বসে না ঘরে আমার
প্রাণ যে কেমন করে
পাকা ধানের গন্ধে হৃদয়
যাচ্ছে আমার ভরে!
নবান্নরই ধুম লেগেছে
দেশ গাঁয়েরই বাড়ি
সুর বলাকা আসলো ফিরে
প্রবাস জীবন ছাড়ি।
যেদিক তাকাই সবুজ সবুজ
লাগে দারুণ কি যে
শিশির ধোয় দুব্বা ঘাসে
পা খানি যায় ভিজে!
খেঁজুর গাছে রসের হাঁড়ি
দেখে দুচোখ উদাস
ফুলের বনে ভ্রমর পাগল
পেয়ে ফুলের সুবাস!
রাতে জাগে চাঁদ ও তারা
জোনাক মাতে নিতি
বাজে বাঁশি বাজে ঢোলক
বাজে পল্লীগীতি।
কৃষাণ বধূর মুখে ফোটে
হাসি সুমধুর
সব মিলে এই দেশটা মাতায়
হেমন্তরই সুর!