ধান কাটারই উৎসবেতে
যোগ দিয়েছে চাষি ভাই
তাইতো চোখে পড়ছে এখন
কৃষাণ বধূর হাসিটাই।
হাসছে বধু আনন্দেতে
আসবে বলে সুখের দিন
ধানটা বেচে শোধ হবে যে
স্বামীর করা পুরান ঋণ।
কেউ তখন আর চাইবে নাকো
ধার করা সেই টাকার সুদ
কৃষাণ বধূ হেসে খেলে
আনন্দেতে থাকবে বুদ।