শিরোনাম
শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মেঘ থেকে জল সৃষ্টি

সাঈদ সাহেদুল ইসলাম

বৃষ্টি পড়ে— বৃষ্টি,

জোরে পড়ে ধীরে পড়ে

কখনো ঝিরঝিরে পড়ে

ওটাই যে ওর কৃষ্টি।

 

বৃষ্টির এমন রূপটি,

চেয়ে দেখি চুপটি।

 

বৃষ্টি পড়ে— বৃষ্টি,

আবার, মৃদুমন্দে পড়ে

সকালে বা সন্ধে পড়ে

ছন্দ যে ওর মিষ্টি।

 

বৃষ্টির এমন ছন্দে,

মন নাচে আনন্দে।

 

বৃষ্টি পড়ে— বৃষ্টি,

মেঘেরা যে কেঁদে পরে

মাটিতে দল বেঁধে পড়ে

মেঘ থেকে জল সৃষ্টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর