শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শরতের খেলা

হোসাইন নূর

শানবাঁধানো পুকুর ঘাটে

মন মাতানো হাসি,

চোখ জুড়ানো আলোর ঝিলিক

বলছে ভালোবাসি।

 

আকাশনীলে মনের ঝিলে

ছন্দ-তালের ঢেউ,

বলছি আমি শুনছ নাকি

তোমরা বসে কেউ!

 

নদীর তীরে দু-কূল ঘিরে

বসবে কাশের মেলা,

সাদা বকের মিছিল হবে

করবে তারা খেলা।

 

দেখব আমি কাটব সাঁতার

ভাসবো কলার ভেলায়,

ডুবোডুবি হাঁসের সাথে

মাতব মজার খেলায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর