শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মাছরাঙা ও পুঁটি

কাব্য কবির

মাছরাঙা ও পুঁটি

মাছ ধরিতে মাছরাঙাটি

জটিল অঙ্ক কষে,

পুকুর পাড়ের ডালিম ডালে

ঠোঁট ঝুঁকিয়ে বসে।

 

পেট ভরে খায় চিংড়ি, পুঁটি

বলবে ওরই মাকে,

ঘরে বসে মা-জননী

অপেক্ষাতে থাকে।

 

বুদ্ধি করে মাছরাঙাটি

ফেললো পুঁটি ফাঁদে,

ফাঁদে পড়ে পুঁটি মাছে

চিৎকার করে কাঁদে।

 

মাছরাঙাটি বলেতে থাকে

কেঁদে তো লাভ নাই,

ইচ্ছে করে তোকে আমি

ধরেই গিলে খাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর