শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

লাল-সবুজের দেশ

মাসুম হাসান

সোনার চেয়েও খাঁটি

বাংলাদেশের মাটি,

শস্য-শ্যামল আবীররাঙা

স্নিগ্ধ পরিপাটি।

লাল-সবু্েজর দেশ

নেইকো রূপের শেষ,

মেঠোপথে বিছিয়ে থাকে

স্বর্ণলতার কেশ।

নীল আকাশের মাঠ

চাঁদ-তারাদের হাট,

দু’চোখ জুড়ে আবেশ ছড়ায়

জোনাকজ্বলা রাত।

নিঝুম পাহাড়, বনে-

পাখপাখালির গানে

রঙধনু রঙ ছড়িয়ে দিয়ে

আকুল করে টানে।

ফুল-ফসলের হাসি

রাখাল বাজায় বাঁশি,

নদীর বুকে পানসি তরী

বড্ড ভালোবাসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর