শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

জেফান বাবু

শারমিন সুলতানা রিনা

এক যে ছিলো জেফান বাবু

দূর দেশে সে থাকতো

নানুমণির ল্যাবটপে তাই

নানান ছবি আঁকতো।

 

সবুজ গাঁয়ের বাড়ি ও ঘর

একটা ছোট্ট নদী

আনমনে সেই নদীটা যে

বইতো নিরবধি।

 

নদীর পাশে আঁকলো তখন

একটা সাদা কাশ বন

ঘাটে বাঁধা বৈঠা তরী

নেয় কেড়ে নেয় তার মন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর