অকোষীয় ক্ষুদ্র ভাইরাস
করোনা ভয়ঙ্কর
ছড়িয়ে পড়ে জনে জনে
অদেখা গুপ্তচর।
ছোঁয়াচে ভীষণ হাঁচি-কাশি
সংস্পর্শের ফলে
অসতর্কতায় করোনা ছড়ায়
নানা রকম ছলে।
শরীরে করোনা বাঁধলে বাসা
উপসর্গে প্রকাশ পায়
জ্বর, গলাব্যথা, সর্দি-কাশি
শ্বাসকষ্টও দেখা যায়।
করোনায় চাই সতর্ক থাকা
সঠিক তথ্য জেনে
সুস্থ-সবল থাকবো সবাই
স্বাস্থ্যবিধি মেনে।