সেগুন গাছের ছোট্ট ডালে
ময়না করে বাস,
ঝড়বৃষ্টি বাদলা দিনে
ভয়ে কাটে মাস।
ঝড়ের দিনে তুফান যখন
গাছে এসে ভিড়ে,
বুক ধড়পড় ময়নাপাখির
থমকে উঠে নীড়ে।
বাসায় আছে ছোট্ট ছানা
জাগে ময়নার ভয়,
দুষ্টু কাকটা দিচ্ছে উঁকি
করবে ক্ষতিক্ষয়।
ময়নার আছে স্বপ্ন বহু
ছোট্ট ছানা নিয়ে,
বজ্রপাতে অক্কা পেল
খাবার খুঁজতে গিয়ে।