রাত সেজেছে নতুন করে
রাতের বেলা বিশ্বকাপ,
প্রিয় দলের খেলার জন্য
ভয় করে না শীতের চাপ।
সারা মাঠে খেলছে তারা
খেলতে খেলতে দিচ্ছে লাফ
টান টান টান উত্তেজনায়
গোলশূন্য খেলার হাফ।
দ্বিতীয়ার্ধে খেলাতে হয়
কী দারুণ এক দৃশ্য বাপ!
গোলপোস্টে ঢুকলো রে বল
শুট যেন ভাই মাপের মাপ।
গোল দিয়ে দল উল্লাসিত
বিপদের বাড়ল চাপ,
এমন খেলা চলতে থাকুক
জমে উঠুক বিশ্বকাপ।