শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
ছুটির হাট

বইয়ের বোঝা

নূর আলম গন্ধী

বইয়ের বোঝা

মস্ত বড়ো বইয়ের বোঝা

     কাঁধে পিঠে রোজ

চলছি বয়ে এই আমিটা

     কেউ রাখে না খোঁজ।

 

ভাবে না কেউ শিশু আমি

     পারব কি তা বইতে?

হয়ে গেছি ক্লান্ত যে খুব

     আর পারি না সইতে।

 

এমনি করে চলবে বলুন

     কত্ত সময় আর?

বইয়ের বোঝা কমিয়ে তো

     দিন না আমায় ছাড়।

 

বোঝাবিহীন পথ চলাতে

     হাজারও সুখ পাই

সময় কাটে আনন্দে বেশ

     এর তুলনা নাই।

সর্বশেষ খবর