গর্তের ভিতর ইঁদুর ছানা
থাকে ঘরের কোণে,
ধরতে এসে বিড়াল ছানা
শুধু যে প্রহর গুণে।
চারি পাশেই দেখেশুনে
ধীরে ধীরে আসে,
বিড়াল ছানা প্রহর গুনে
থাকে যেন পাশে।
সাবধানে যে চারিদিকেই
দেখে বাইরে বেড়ায়,
তবুও যেন সামনে এসে
তাঁর ওপর লাফায়।
বেরিয়ে এলে ইঁদুর ছানা
ধরে কামড় দিয়ে,
আনন্দে যেন ভরে মুখ
ইঁদুর ছানা পেয়ে।