শীত কুয়াশায় এক হয়েছে
শহর পাড়া গাঁও
পিঠা মুড়ি খেজুর রসও
মজা করে খাও।
রোদ পোহাতে লাগে মিঠা
সকাল বেলার শীত
এমন সময় ভালো লাগে
রবীন্দ্র সংগীত।
শীতের ছবি লাজুক রবি
ভিন্ন অনুভব
কষ্টতে নয় শীত যেন হয়
আনন্দময় সব।
শীত কুয়াশায় এক হয়েছে
শহর পাড়া গাঁও
পিঠা মুড়ি খেজুর রসও
মজা করে খাও।
রোদ পোহাতে লাগে মিঠা
সকাল বেলার শীত
এমন সময় ভালো লাগে
রবীন্দ্র সংগীত।
শীতের ছবি লাজুক রবি
ভিন্ন অনুভব
কষ্টতে নয় শীত যেন হয়
আনন্দময় সব।