কুসুমবাগে হরেক রঙের
প্রজাপতির মেলা
নিত্য খোকা তাদের সাথে
হেসে করে খেলা।
প্রজাপতি ধরবে বলে
খোকার মনে পণ
রাঙাপাখার নাচন দেখে
ভরে খোকার মন।
ফুলের বাগে রঙিন পাখায়
প্রজাপতি নাচে
কচি পায়ে খুশির দোলায়
খোকা ছুটে কাছে।
প্রজাপতি দেয় না ধরা
খোকার কচি হাতে
নিত্য খোকা খেলা করে
প্রজাপতির সাথে।