কিচিরমিচির পাখির ডাকে
সূর্য মামা উঠে,
গোলাপ জবা নয়নতারা
সকাল বেলা ফোটে।
বাকবাকুম বাক পায়রা ডাকে
ঘরের চালে বসে,
সাথির সাথে নাচে সবাই
মজে আপন রসে।
ছাগল ছানা ছুটে চলে
তিড়িং বিড়িং করে,
কখনো বা মায়ের সাথে
নাচতে নাচতে লড়ে।
বাবুই পাখি বাঁধে বাসা
বড় তালের গাছে,
বুদ্ধি তাদের সবার সেরা
ছোট্ট মাথায় আছে।
হাঁসের ছানা গোসল করে
দিঘির শীতল জলে,
এমনি করে গাঁয়ের সকাল
মজার সাথে চলে।