শীতের হাওয়া বইছে খুবই
কাঁপছে পুরো দেশ
ঘরের ভিতর অনেক মানুষ
আছে তবু বেশ।
লেপ কম্বল মুড়ি দিয়ে
কেউবা কাটায় রাত
মোটা চাদর গায়ে তবু
কাঁপছে দেখো দাঁত।
গরম চায়ে চুমুক দিয়ে
লাগছে ভীষণ সুখ
ভাপা পুলি পিঠা খেয়ে
কারো পুড়ে মুখ।
রঙিন চাদর জামা জ্যাকেট
কিনছে সবাই আজ
দোকান পাটে মানুষের ভিড়
পোশাকেরই সাজ।
অসহায় সব মানুষ কাঁপছে
জামা কাপড় নাই
আগুন জ্বেলে গরম করে
নিজের শরীর তাই।