পথের শিশু কাঁপছে পথে
ধরছে নানা রোগে
পেটের সাথে পীঠ মেশানো
কঠিন ক্ষুধায় ভোগে।
ঘুম আসে না রাতের বেলা
কম্বল নাই তো ঘরে
শীতের দিনে ভুগতে থাকে
অভাবে আর জ্বরে।
পলিথিনের ঘরে থাকে
ঘরটা জরাজীর্ণ
চক্ষুগুলো কোটরেতে
শরীর অতি শীর্ণ।
পথের শিশু কাঁপছে পথে
ধরছে নানা রোগে
পেটের সাথে পীঠ মেশানো
কঠিন ক্ষুধায় ভোগে।
ঘুম আসে না রাতের বেলা
কম্বল নাই তো ঘরে
শীতের দিনে ভুগতে থাকে
অভাবে আর জ্বরে।
পলিথিনের ঘরে থাকে
ঘরটা জরাজীর্ণ
চক্ষুগুলো কোটরেতে
শরীর অতি শীর্ণ।