টিকটিকিটা ডিগবাজিতে
ধরেছে এক কীট
এই না দেখে মাকড়সাটি
করছে যে খিটমিট।
ভীষণ ভয়ে উঁই পোকারা
এদিক ওদিক ওড়ে
টিকটিকিটাও নাছোড়বান্দা
পিছে পিছে ঘোরে।
ওদের দেখে ঘোড়া-পোকা
করছে বাজিমাত
ধরতে তাকে টিকটিকিটা
হলো কুপোকাত।
টিকটিকিটা ডিগবাজিতে
ধরেছে এক কীট
এই না দেখে মাকড়সাটি
করছে যে খিটমিট।
ভীষণ ভয়ে উঁই পোকারা
এদিক ওদিক ওড়ে
টিকটিকিটাও নাছোড়বান্দা
পিছে পিছে ঘোরে।
ওদের দেখে ঘোড়া-পোকা
করছে বাজিমাত
ধরতে তাকে টিকটিকিটা
হলো কুপোকাত।