আমার কাছে যিনি মহান
তিনি আমার রব,
তিনিই আমার হাসি-খুশি
তিনি আমার সব।
তিনি আমার চলার শক্তি
তিনি আমার জ্ঞান,
তিনি আমার সুখে-দুখে
ভালোবাসার ধ্যান।
তিনি আমার চোখের ছটা
তিনি আমার জোর,
তিনি আমার এই জীবনে
আলোকিত ভোর।
তিনি আমার মনের আশা
তিনি আমার সাঁই,
তিনি আমার প্রাণে জাগা
সদাই দেখতে পাই।