শান্ত বলেই কান্ত বাবু
একটুখানি বোকা
বয়স তাহার পঁয়ত্রিশ পার
বুদ্ধি কচি খোকা
জ্ঞানের জন্য মাখতো রোজই
সয়াবিনের তেল
চুল পাকে তাই সব ঝরে যায়
দেখতে লাগে বেল
শীত গরমে লোক শরমে
দিতো আলকাতরা
পড়তো গলে মুখ ও গালে
বাড়লে রোদের মাত্রা
দাঁতটা উঁচু গোল চেহারা
চোখ যে ছিল বাঁকা
বোকা বলেই সবাই মিলে
রোজ দিতো যে ধোঁকা
মুখটা ভরে লালা যে ঝরে
কাঁদলে পরে জল
পেন্টের নাড়া ঝুলতো নিচে
টানতো দুষ্টুর দল।