আমরা হলাম গ্রামে-শহরের
সবচে ভালো পাখি
দুঃখ লাগে ‘কাউয়া’ নামে
করলে ডাকাডাকি।
কারা ডাকে? তোমরা যারা-
মানুষ নামে সেরা;
মনের মাঝে হিংসা বিদ্বেষ
দিচ্ছো কেন বেড়া?
মনে রেখো ভোরবেলাতে
আমরা আগে উঠি
‘কা কা’ স্বরে নরম সুরে
ঘুম ভাঙাতে ছুটি।
আছে যত আবর্জনা
সাফ করি নিজ ঠোঁটে
তবে কেনো বিনিময়ে
‘কাউয়া’ নামই জুটে।
সবাই যখন দাও তাড়িয়ে
ভাঙে সকল আশা
বঞ্চিত হই-পাই না কভু
সবার ভালোবাসা।