হৈচৈ করে কাটে
শৈশব কাল,
ফুলের কুঁড়িতে মাতে
মিষ্টি সকাল।
কৈশোর এসে বলে
উৎসবে মাতো,
সাত রঙা ঘুড়িটিকে
আকাশেই পাতো।
রূপকথা এসে বলে
চুপকথা শোনো,
ঝিলিমিলি দিনগুলো
স্মৃতিতে জড়ানো।
হৈচৈ করে কাটে
শৈশব কাল,
ফুলের কুঁড়িতে মাতে
মিষ্টি সকাল।
কৈশোর এসে বলে
উৎসবে মাতো,
সাত রঙা ঘুড়িটিকে
আকাশেই পাতো।
রূপকথা এসে বলে
চুপকথা শোনো,
ঝিলিমিলি দিনগুলো
স্মৃতিতে জড়ানো।