ছুটছে সবাই দল-ছে দলে
যাচ্ছে তাঁরা কই?
লুটবে তারা জ্ঞানের আলো
ছুটছে খুঁজে বই।
কই পাব রে আলোর পিদিম
হন্নে হয়ে খোঁজ
পথ দেখাবে যে আমাদের
আজকে কিবা রোজ।
আলোর দিশা পেতে হলে
বইমেলাতে যাও,
বই কিনে সব খুশির স্রোতে
ফুচকা-দধি খাও।
ছুটছে সবাই দল-ছে দলে
যাচ্ছে তাঁরা কই?
লুটবে তারা জ্ঞানের আলো
ছুটছে খুঁজে বই।
কই পাব রে আলোর পিদিম
হন্নে হয়ে খোঁজ
পথ দেখাবে যে আমাদের
আজকে কিবা রোজ।
আলোর দিশা পেতে হলে
বইমেলাতে যাও,
বই কিনে সব খুশির স্রোতে
ফুচকা-দধি খাও।