রক্ত ঢেলে দিয়ে এনেছি ভাষা
গর্বের নেই শেষ;
পৃথিবীর বুকে কোন ভাষা আছে
এমন সে কোন দেশ।
কোন সে বীরেরা মায়ের জন্য
লড়ে যায় প্রাণপণ;
কোন নিরাশায় আশার স্বপন
দেখে যায় সারাক্ষণ।
দেশ ও ভাষার এক নাম হয়
সুন্দর পরিবেশ;
মেঠোপথ ধরে বাউলের গান
হাওয়ায় ওড়ে কেশ।
মায়ের বুকের গর্ব এ ভাষা
সোনার বাংলা দেশ;
যত করি তার নাম গুণগান
হয় না তবুও শেষ।