রাতজুড়ে আঁখি দোরে
দেখি কত স্বপ্ন
বই খাতা নিয়ে হাতে
আমি হবো রত্ন।
কালো বোর্ড দেখি চোখে
লেখি কত কথা
খেলি মাঠে দৌড়ঝাঁপ
যাই যথাতথা।
বাড়ি ফিরে খাই ভাত
গাই কত গান
খেলা ছলে মেতে থাকি
দাদু টানে কান।
খেয়ে চল যাই পড়ি
স্কুল আজ বন্ধ
ভাই বোন মিলে পড়ো
করো নাক দ্বন্দ্ব।