ফুল বাগানে মাতাল হাওয়া
ঝরছে মরা পাতা,
ইচ্ছা মত লেখছি আমি
আমার ছড়ার খাতা।
বায়ান্নয়ই ফাগুন মাসে
ভাষার দাবি নিয়ে,
মান রাখিলো রফিক সফিক
বুকের রক্ত দিয়ে।
আজকে সবাই স্বাধীনভাবে
বলছি মায়ের ভাষা,
বাংলা ভাষা আনবে বলে
এই ছিলো তার আশা।
অবশেষে ফিরে এলো
রক্ত রাঙা দিন,
কেমন করে শোধ হবো ভাই
তাদের দেওয়া ঋণ।