বাংলায় লিখি বাংলায় পড়ি
বাংলায় কথা কই,
বাংলায় ভাষায় সবার সাথে
সবার খবর লই।
বাংলায় যতো গানের কলি
সুরে মুগ্ধ হই,
বাংলা সুরের ছন্দ যাদুর
নেইরে কোনো থই।
বাংলায় কাঁদি, কষ্ট-ব্যথা
অবলীলায় সই,
বাংলায় ছাড়া হাসি-আনন্দে
নই সুখী নই।
বাংলায় দেখি স্বপ্ন যতো
আশা বুকে লই,
বাংলায় দোলে প্রাণ স্পন্দন
এই তো বেঁচে রই।