শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বর্ষা এলে

জান্নাত মিমি

নতুন জলে পুকুর ডোবা

ডুবে গেছে সব

কদম ডালে টিয়া পাখির

মিষ্টি কলরব।

 

কলমিলতা ভাসছে জলে

শাপলা ফোটা বিল

মাছ ধরতে ডানা মেলে

উড়ছে কত চিল।

 

রিমঝিমঝিম অঝোর ধারা

বৃষ্টি বিরামহীন

নতুন মাছের দেখা পেয়ে

জেলের খুশির দিন।

 

ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙের ডাক

থাকে সারা রাত

বর্ষা এলে আকাশ কালো

যায় না দেখা চাঁদ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর