দূর আকাশে পাখির মিছিল
নানান রংয়ের পাখি
ভরদুপুরে জানলা দিয়ে
আমার দুচোখ রাখি।
কিচিরমিচির শব্দে জানায়
কিসের প্রতিবাদ?
রাত্রিশেষে সকালবেলা
কাগজে সংবাদ-
বন কেটে সাফ করছে যারা
তাদের বিচার চেয়ে-
প্রতিবাদে পাখি সমাজ
আকাশে গান গেয়ে-
মিছিল করে, সেই সে খবর
পত্রিকাতে আজ,
পাখির বাসা নষ্ট করা
কোনো মানুষের কাজ?