খরতাপ শরৎ দুপুরে
প্রকৃতির মোহ মায়ায়,
শহর ছেড়ে বহুদূরে...
গ্রামীণ মনটা হারায়।
স্নিগ্ধ নীল নীলাম্বরে
শিমুল তুলার মতো ,
শুভ্র পেঁজামেঘ উড়ে
যেন ব্যতিব্যস্ত কত!
সারারাতের বৃষ্টি ধোয়া
ভেজা কৃষ্ণচূড়ার পাতা,
রৌদ্রতাপে চুইয়ে পড়ে
গাঢ় সবুজাভ সজীবতা।
উঠোনের শিউলি গাছে
ফুটে শিউলি ফুল,
সুগন্ধি সৌরভে দোলে
যেন কানপাশা দুল।
বর্ষাশেষে ভাটার বিলে
শাপলা পদ্মের মেলা,
শালুক পাতার ভিড়ে
হংসমিথুন করে খেলা।
সবুজ ফসলের মাঠ
বাতাসেও সবুজের ঘ্রাণ,
আলপথে কৃষাণি হাঁটে
ছুঁয়ে কচি আমন ধান।
বাতাসেতে নদীর বুকে
কলকলে জল তরঙ্গ,
তীব্র রোদের বিকিরণে
ঝলমলে সজল অঙ্গ।
বালিয়াড়ির দুই তীরে
শুভ্রতায় হাসে কাশবন,
কাশের বুকে নদীর মতো
ঢেউ তুলে পূবালী পবন।