আমি এক মা বাবার ছোটো খুকুমণি
আমি চিনি রবি সোম-শুক্র ও শনি।
আমি হই মা বাবার প্রাণ প্রিয় খোকা
আমি চিনি পাকা আম আঙ্গুরের থোকা।
আমি পড়ি অ আ এ বি এক দুই তিন
আমি আঁকি প্রজাপতি নানান রঙিন।
আমি ক্লাস ওয়ান আজ ইশকুলে যাই
আমি ‘হাট্টিমা টিম’ ছড়া গান গাই।
আমি বাগানেতে নানা ফুল হয়ে ফুটি
আমি রোজ ভোরে নিজে ঘুম থেকে উঠি।
আমি একা বিছানায় ঘুমাই তো রাতে
আমি খেলি মাঠে বল সাথীদের সাথে।
আমি খুকু আমি খোকা দুই বোন ও ভাই
মা-বাবার স্নেহাদরে খুশি রোশনাই
ভাই বোন দুজনের প্রাণ প্রিয়জন
মা বাবাই চির সেরা বন্ধু স্বজন!