হ্যাংলা পাতলা মন্টু মামা
মুখটা বড় লম্বা,
সোজা হয়ে দাঁড়ালে সে
দেখায় যেন খাম্বা।
বিদ্যা তেমন নাইতো পেটে
বুদ্ধিতে বেশ পাকা,
মাথায় সাদা-কালো চুল
মাঝে মাঝে ফাঁকা।
সকাল বেলা থালা ভরে
খায় ভাত পান্তা,
পেঁয়াজ মরিচ মেখে খেয়ে
পেট করে ঠান্ডা।
হ্যাংলা পাতলা মন্টু মামা
মুখটা বড় লম্বা,
সোজা হয়ে দাঁড়ালে সে
দেখায় যেন খাম্বা।
বিদ্যা তেমন নাইতো পেটে
বুদ্ধিতে বেশ পাকা,
মাথায় সাদা-কালো চুল
মাঝে মাঝে ফাঁকা।
সকাল বেলা থালা ভরে
খায় ভাত পান্তা,
পেঁয়াজ মরিচ মেখে খেয়ে
পেট করে ঠান্ডা।