২০ আগস্ট, ২০১৯ ১৯:৩৬

বগুড়ায় ৯৭ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

বগুড়ায় ৯৭ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন

বগুড়ায় ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা কমতে শুরু করেছে। বগুড়ায় আজ মঙ্গলবার ৯৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ঈদের ছুটির কারণে ঢাকা থেকে অনেকেই বগুড়ায় এসেছেন। এ কারণে ছুটির মধ্যে বগুড়ায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যায়। ঈদের ছুটি শেষ হওয়ার কারণে অনেকেই আবার ঢাকায় কর্মে ফিরে যাচ্ছেন সে কারণে বগুড়ায় এখন ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে।

ইতিমধ্যে জেলায় সরকারি-বেসরকারিভাবে ডেঙ্গু রোগের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণে জেলায় এই প্রকোপ আরো কমবে। সোমাবার বগুড়ায় চিকিৎসাধীন ছিল ১০৫ জন। মঙ্গলবার বিকাল পর্যন্ত বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৭৮জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৭জন, শেরপুর উপজেলায় ২জন, ইনডিপেনডেন্ট হাসপাতালে ১জন, শামসুন নাহারে ৪জন, ডক্টরস ক্লিনিকে ১জন, সিটি ক্লিনিকে ১জন ও টিএমএসএস হাসপাতালে ৩ জন চিকিৎসা নিচ্ছে।  
বগুড়া জেলা সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, বগুড়ায় মঙ্গলবার মোট ৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নেয়া হচ্ছে। বগুড়ায় ডেঙ্গু রোগের প্রকোপ কমতে শুরু করেছে।  

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর