২২ আগস্ট, ২০১৯ ১৯:৪৩

সাভারে ডেঙ্গু জ্বরে প্রাইভেট কার চালকের মৃত্যু

নাজমুল হুদা, সাভার:

সাভারে ডেঙ্গু জ্বরে প্রাইভেট কার চালকের মৃত্যু

সাভারে আবারো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হানিফ (৩৯) নামে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মৃত হানিফের ছোট ভাই আবু সাইম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হানিফ সাভারের টঙ্গাবাড়ি এলাকার মাফি ইসলামের ছেলে। সে পেশায় প্রাইভেট কার চালক ছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

নিহতের ছোট ভাই আবু সাইম জানান, গত ১৩ আগষ্ট হানিফের জ্বর আসে। এসময় জ্বরের লক্ষণ দেখে ডেঙ্গু পরীক্ষার জন্য তাকে সাভারের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালটির নিবিড় পবিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেও তার কোন পরিবর্তন না হওয়ায় বুধবার বিকেলে কিৎসাধীন অবস্থায় হানিফ মারা যায়।

এ নিয়ে এখন পর্যন্ত সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন রোগীর মৃত্যু হল।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর