১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৪০

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৭৩ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৭৩ ডেঙ্গু রোগী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৬৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৩ জন। এর মধ্যে শুধু ঢাকাতেই ভর্তি হয়েছেন ২২৯ জন। এছাড়া ঢাকার বাইরে ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে হাসপাতালে ৪৪৪ রোগী ভর্তি হয়েছেন। 

দেশে এখন পর্যন্ত ৮০ হাজার ৪০ রোগী ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে সরকারি হিসেবে ৬০ জন মারা গেছেন।     

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর