১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৩৯

শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগী কমেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগী কমেছে

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) আগের দিনের চেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমেছে। একই সাথে বিগত ২৪ ঘণ্টায় রোগী ভর্তিও আগের দিনের চেয়ে কমেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন রোগী। আগের দিন ভর্তি হয়েছিলো ২০ জন ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার সকাল পর্যন্ত শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২ জন ডেঙ্গু রোগী। আগের দিন ভর্তি ছিলো ১০১ জন। 

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১৬ জন রোগীর মধ্যে পুরুষ ১০ জন, নারী ৩ জন এবং শিশু ৩ জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়া ৩৫ জনের মধ্যে ১১ জন পুরুষ, ৭ জন নারী এবং ১৭ জন শিশু। বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন থাকা ৮২ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ২৩ জন নারী এবং শিশু ২০জন। 

গত ১৬ জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩১ জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ২৪১ জন। এই সময়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। 

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।  

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর