ডেঙ্গু আক্রান্ত হয়ে ফেনীতে মাহাদিয়া রজমান ইলা (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে বারোটার দিকে ফেনী জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। ইলা ফেনী সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকতা মিজানুর রহমানের কন্যা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ ইকবাল জানান, মাহাদিয়া রজমান ইলা (১৮) নামের এক কিশোরী গত ৫ নভেম্বর ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরে তাকে ৭ নভেম্বর ঢাকা থেকে ফেনীর নিজের বাসায় এনে চিকিৎসা দিচ্ছিলো পরিবার। আজ ১১ নভেম্বর সকালে শ্বাসকষ্ট হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ইমারজেন্সিতে নিয়ে আসে তার স্বজনরা। অবস্থা সংকটাপন্ন হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে নিয়ে যান। বেলা ১১টা ৪ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ ইকবাল বলেন, আজ পর্যন্ত আমাদের হাসপাতালে মৃত্যুর হার জিরো ছিল। আজ প্রথম একজন মৃত্যুবরণ করেছে। সে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়। ফেনীর বাসায় চিকিৎসাধীন ছিলো। আজ শ্বাসকষ্ট হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা সাথে সাথে তাকে আইসিইউতে ভর্তি করি। সেখানেই তার মৃত্যু হয়েছে।বিডি প্রতিদিন/হিমেল