২৪ জুন, ২০২২ ১৮:৩২

জনসভায় আসতে ৩০০ নৌকা-ট্রলার ঠিক করেছি : শামীম

অনলাইন ডেস্ক

জনসভায় আসতে ৩০০ নৌকা-ট্রলার ঠিক করেছি : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‌‘পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জনসভায় আসার জন্য আমার নির্বাচনী এলাকা (শরীয়তপুর-২) থেকে ১৬টি লঞ্চ ও ৩০০ নৌকা-ট্রলার ঠিক করেছি। এলাকার মানুষের ব্যাপক আগ্রহ দেখছি। তাদের চাহিদা অনুযায়ী আমরা নৌযান পাচ্ছি না।’

আজ শুক্রবার শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে জনসভাস্থল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকার ২৫ থেকে ৩০ হাজার মানুষ জনসভায় নিয়ে আসার টার্গেট রয়েছে। তবে গত কয়েকদিনে মানুষের মধ্যে যে আগ্রহ দেখেছি, তাতে এর সংখ্যা আরও বেশি হবে। আমার নির্বাচনী এলাকা সেই চাঁদপুরের কাছে। জনসভাস্থল থেকে অনেক দূরে। আমরা লোকজনের চাহিদা অনুযায়ী লঞ্চ পাচ্ছি না।’

‘আমার এলাকা থেকে ১ হাজার নারীকে জনসভায় আসার জন্য ঠিক করেছি। কিন্তু সবার মধ্যে যে কি পরিমাণ আগ্রহ! তাতে কত হাজার নারী আসবে তার ঠিক নেই। প্রবাসীরাও অধীর আগ্রহে আছে। আমার এলাকায় উৎসব বইছে। সারাবিশ্বের বাঙালিদেরও মিলনমেলায় পরিণত হবে কালকের জনসভা। আগামীকাল বাংলাদেশের ১৭ কোটি মানুষের হৃদয় পড়ে থাকবে এই বাংলাবাজারে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর