আজ বাংলাদেশের সেরা স্থাপনাগুলো কিং ব্রান্ড সিমেন্ট দিয়েই তৈরি হচ্ছে। কিং ব্রান্ড সিমেন্টের উপর বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসা রয়েছে। কিং ব্রান্ড সিমেন্ট তার এ সুনাম ধরে রাখবে।
সোমবার পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কিং ব্রান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা কিং ব্রান্ড সিমেন্ট সম্পর্কে এসব কথা বলেন।
সোমবার দুপুরে উপজেলার কালিবাড়িতে কিং ব্রান্ড সিমেন্টের স্থানীয় ডিলার মো. রফিকুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন কিং ব্রান্ড সিমেন্টের এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান গাউস, কিং ব্রান্ড সিমেন্টের এক্সিকিউটিভ টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, টেরিটরি সেলস ম্যানেজার মো. ইউসুফ আলী প্রমুখ।
সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে হালখাতা অনুষ্ঠানে দুই শতাধিক রিটেলার ও গ্রাহক অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন