সদ্য বিলুপ্ত সাবেক ছিটমহলের বাসিন্দাদের জাতীয় মূল স্রোতের অন্তর্ভুক্ত করে তাদের উন্নয়নের ধারায় আনার ব্যাপারে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন শুরু হয়েছে জোরেশোরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে সাবেক ছিটমহল দাশিয়ারছড়া সফর করে ছিটমহলবাসীর আলোর পথে যাত্রার গতিকে বেগবান করে দিয়েছেন। দাশিয়ারছড়ার নতুন নামকরণ হয়েছে মুজিব-ইন্দিরা দাশিয়ারছড়া ইউনিয়ন। এ নামকরণের মাধ্যমে ছিটমহলবাসীর মানবিক অধিকার নিশ্চিত করার জন্য ৪১ বছর আগে সম্পাদিত চুক্তির হোতা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং ভারতের মহীয়সী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ছিটমহলবাসীর আলোর পথে যাত্রাকে স্পষ্ট করতে দাশিয়ারছড়ার ৭০০ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন বৈদ্যুতিক সংযোগ সুইচে চাপ দিয়ে। এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে স্থানীয় পাঁচটি পরিবারের মধ্যে তাৎক্ষণিক বিদ্যুৎ সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করতে সোলার প্যানেলও বিতরণ করেন। প্রধানমন্ত্রী দাশিয়ারছড়াবাসীকে উদ্দেশ করে বলেছেনÑ সাবেক ছিটমহলবাসীর উন্নয়নে যা যা করার দরকার সবকিছুই সরকার করবে। সাবেক ছিটমহলগুলোর হাজার হাজার অধিবাসী ৬৮ বছর যাবৎ জিম্মি অবস্থায় মানবেতর জীবনযাপন করেছেন। খাতাপত্রে তারা দেশবিশেষের নাগরিক হলেও তাদের কোনো নাগরিক অধিকার ছিল না। বাদবাকি দুনিয়া থেকেও তারা ছিলেন বিচ্ছিন্ন। ১৯৪৭ সালের পর থেকে ছিটমহলবাসী পরিচয়টিই ছিল অপমানের আর লাঞ্ছনার। ভারত ও বাংলাদেশের ছিটমহল বিনিময়ের মাধ্যমে ছিটমহলবাসী শুধু নতুন নাগরিক পরিচয় ফিরে পাননি, পেয়েছেন মানবিক অধিকারেরও নিশ্চয়তা। ৬৮ বছর ধরে উন্নয়নের ধারা থেকে পিছিয়ে থাকা সাবেক ছিটমহলগুলোর উন্নয়নে বাড়তি পদক্ষেপ সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। আশার কথা, সরকার যে এ ব্যাপারে সচেতন তার প্রমাণ রাখা হয়েছে প্রধানমন্ত্রীর দাশিয়ারছড়া সফরকালে ওই এলাকার সব বাড়িতে বিদ্যুৎ সংযোগদানের বৈপ্লবিক পদক্ষেপে। আমরা সরকারের এ উদ্যোগকে অভিনন্দন জানাই এবং আশা করতে চাই শুধু দাশিয়ারছড়া নয়, অন্য সব ছিটমহলের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতেও নেওয়া হবে নানামুখী উদ্যোগ।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
আলো ঝলমল দাশিয়ারছড়া
সাবেক সব ছিটমহলেও আলো ছড়িয়ে পডক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর