ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসকারী প্রায় ৮০ হাজার বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ একটি উদ্বেগজনক বিষয়। বিপুলসংখ্যক ইউরোপ প্রবাসী দেশে ফিরে এলে তাদের ওপর নির্ভরশীল প্রায় ৮০ হাজার পরিবারের জীবিকা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হবে। দেশের রেমিট্যান্স আয়ের ওপরও তা নেতিবাচক প্রভাব বিস্তার করবে। স্মর্তব্য, ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের একাংশ সংশ্লিষ্ট দেশগুলোতে অবৈধ পথে প্রবেশ করে বছরের পর বছর ধরে অবস্থান করছে। আরেক অংশ বৈধ ভিসা নিয়ে বিভিন্ন ইউরোপীয় দেশে প্রবেশ করে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করায় অবৈধ বলে বিবেচিত হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসীদের সম্পর্কে চাপ সৃষ্টি হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের সমঝোতার মাধ্যমে স্ব স্ব দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছে, যার মধ্যে প্রায় ৮০ হাজার বাংলাদেশিও রয়েছে। ইইউ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর একটি কাঠামো তৈরিতে সম্মতি আদায় করেছে। স্মর্তব্য, ইউরোপের ইইউভুক্ত বিভিন্ন দেশে আড়াই লাখ বাংলাদেশি অবস্থান করছে, যাদের মধ্যে ৮০ হাজার অভিবাসী ভিসার মেয়াদ না থাকা ও অন্যান্য কারণে সমূহ সংকটে পড়েছেন। ইউরোপে অভিবাসীদের মানবিক দৃষ্টিতে দেখা হয়। এ কারণে এতদিন অবৈধ বসবাসকারীদের সংকটে পড়তে হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে স্রোতের মতো শরণার্থী প্রবেশ শুরু হলে ইউরোপের দেশগুলো চাপের মুখে পড়ে। ২৮ জাতির জোট ইইউতে শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে টানাপড়েন শুরু হয়। ফলে ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়া কিংবা অবৈধভাবে থাকা বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের ওপর অভ্যন্তরীণভাবেই চাপ সৃষ্টি হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের বৈধতার সুযোগ দেওয়া এবং তাতে সমর্থ না হলে তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে দেনদরবার চালানো হচ্ছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এর পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসীর দেশে প্রত্যাবর্তনের পর যাতে কোনো মানবিক সংকটের উদ্ভট না ঘটে সে ব্যাপারেও প্রস্তুতি থাকতে হবে।
শিরোনাম
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- এবার লিটন দাসও হাঁকালেন শতক
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
ইউরোপ প্রবাসীদের বিসংবাদ
পরিস্থিতির মোকাবিলায় উদ্যোগ থাকতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর