ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসকারী প্রায় ৮০ হাজার বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ একটি উদ্বেগজনক বিষয়। বিপুলসংখ্যক ইউরোপ প্রবাসী দেশে ফিরে এলে তাদের ওপর নির্ভরশীল প্রায় ৮০ হাজার পরিবারের জীবিকা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হবে। দেশের রেমিট্যান্স আয়ের ওপরও তা নেতিবাচক প্রভাব বিস্তার করবে। স্মর্তব্য, ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের একাংশ সংশ্লিষ্ট দেশগুলোতে অবৈধ পথে প্রবেশ করে বছরের পর বছর ধরে অবস্থান করছে। আরেক অংশ বৈধ ভিসা নিয়ে বিভিন্ন ইউরোপীয় দেশে প্রবেশ করে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করায় অবৈধ বলে বিবেচিত হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসীদের সম্পর্কে চাপ সৃষ্টি হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের সমঝোতার মাধ্যমে স্ব স্ব দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছে, যার মধ্যে প্রায় ৮০ হাজার বাংলাদেশিও রয়েছে। ইইউ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর একটি কাঠামো তৈরিতে সম্মতি আদায় করেছে। স্মর্তব্য, ইউরোপের ইইউভুক্ত বিভিন্ন দেশে আড়াই লাখ বাংলাদেশি অবস্থান করছে, যাদের মধ্যে ৮০ হাজার অভিবাসী ভিসার মেয়াদ না থাকা ও অন্যান্য কারণে সমূহ সংকটে পড়েছেন। ইউরোপে অভিবাসীদের মানবিক দৃষ্টিতে দেখা হয়। এ কারণে এতদিন অবৈধ বসবাসকারীদের সংকটে পড়তে হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে স্রোতের মতো শরণার্থী প্রবেশ শুরু হলে ইউরোপের দেশগুলো চাপের মুখে পড়ে। ২৮ জাতির জোট ইইউতে শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে টানাপড়েন শুরু হয়। ফলে ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়া কিংবা অবৈধভাবে থাকা বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের ওপর অভ্যন্তরীণভাবেই চাপ সৃষ্টি হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের বৈধতার সুযোগ দেওয়া এবং তাতে সমর্থ না হলে তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে দেনদরবার চালানো হচ্ছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এর পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসীর দেশে প্রত্যাবর্তনের পর যাতে কোনো মানবিক সংকটের উদ্ভট না ঘটে সে ব্যাপারেও প্রস্তুতি থাকতে হবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ইউরোপ প্রবাসীদের বিসংবাদ
পরিস্থিতির মোকাবিলায় উদ্যোগ থাকতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর