ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসকারী প্রায় ৮০ হাজার বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ একটি উদ্বেগজনক বিষয়। বিপুলসংখ্যক ইউরোপ প্রবাসী দেশে ফিরে এলে তাদের ওপর নির্ভরশীল প্রায় ৮০ হাজার পরিবারের জীবিকা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হবে। দেশের রেমিট্যান্স আয়ের ওপরও তা নেতিবাচক প্রভাব বিস্তার করবে। স্মর্তব্য, ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের একাংশ সংশ্লিষ্ট দেশগুলোতে অবৈধ পথে প্রবেশ করে বছরের পর বছর ধরে অবস্থান করছে। আরেক অংশ বৈধ ভিসা নিয়ে বিভিন্ন ইউরোপীয় দেশে প্রবেশ করে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করায় অবৈধ বলে বিবেচিত হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসীদের সম্পর্কে চাপ সৃষ্টি হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের সমঝোতার মাধ্যমে স্ব স্ব দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছে, যার মধ্যে প্রায় ৮০ হাজার বাংলাদেশিও রয়েছে। ইইউ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর একটি কাঠামো তৈরিতে সম্মতি আদায় করেছে। স্মর্তব্য, ইউরোপের ইইউভুক্ত বিভিন্ন দেশে আড়াই লাখ বাংলাদেশি অবস্থান করছে, যাদের মধ্যে ৮০ হাজার অভিবাসী ভিসার মেয়াদ না থাকা ও অন্যান্য কারণে সমূহ সংকটে পড়েছেন। ইউরোপে অভিবাসীদের মানবিক দৃষ্টিতে দেখা হয়। এ কারণে এতদিন অবৈধ বসবাসকারীদের সংকটে পড়তে হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে স্রোতের মতো শরণার্থী প্রবেশ শুরু হলে ইউরোপের দেশগুলো চাপের মুখে পড়ে। ২৮ জাতির জোট ইইউতে শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে টানাপড়েন শুরু হয়। ফলে ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়া কিংবা অবৈধভাবে থাকা বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের ওপর অভ্যন্তরীণভাবেই চাপ সৃষ্টি হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের বৈধতার সুযোগ দেওয়া এবং তাতে সমর্থ না হলে তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে দেনদরবার চালানো হচ্ছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এর পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসীর দেশে প্রত্যাবর্তনের পর যাতে কোনো মানবিক সংকটের উদ্ভট না ঘটে সে ব্যাপারেও প্রস্তুতি থাকতে হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ইউরোপ প্রবাসীদের বিসংবাদ
পরিস্থিতির মোকাবিলায় উদ্যোগ থাকতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর