ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসকারী প্রায় ৮০ হাজার বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ একটি উদ্বেগজনক বিষয়। বিপুলসংখ্যক ইউরোপ প্রবাসী দেশে ফিরে এলে তাদের ওপর নির্ভরশীল প্রায় ৮০ হাজার পরিবারের জীবিকা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হবে। দেশের রেমিট্যান্স আয়ের ওপরও তা নেতিবাচক প্রভাব বিস্তার করবে। স্মর্তব্য, ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের একাংশ সংশ্লিষ্ট দেশগুলোতে অবৈধ পথে প্রবেশ করে বছরের পর বছর ধরে অবস্থান করছে। আরেক অংশ বৈধ ভিসা নিয়ে বিভিন্ন ইউরোপীয় দেশে প্রবেশ করে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করায় অবৈধ বলে বিবেচিত হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসীদের সম্পর্কে চাপ সৃষ্টি হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের সমঝোতার মাধ্যমে স্ব স্ব দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছে, যার মধ্যে প্রায় ৮০ হাজার বাংলাদেশিও রয়েছে। ইইউ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর একটি কাঠামো তৈরিতে সম্মতি আদায় করেছে। স্মর্তব্য, ইউরোপের ইইউভুক্ত বিভিন্ন দেশে আড়াই লাখ বাংলাদেশি অবস্থান করছে, যাদের মধ্যে ৮০ হাজার অভিবাসী ভিসার মেয়াদ না থাকা ও অন্যান্য কারণে সমূহ সংকটে পড়েছেন। ইউরোপে অভিবাসীদের মানবিক দৃষ্টিতে দেখা হয়। এ কারণে এতদিন অবৈধ বসবাসকারীদের সংকটে পড়তে হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে স্রোতের মতো শরণার্থী প্রবেশ শুরু হলে ইউরোপের দেশগুলো চাপের মুখে পড়ে। ২৮ জাতির জোট ইইউতে শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে টানাপড়েন শুরু হয়। ফলে ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়া কিংবা অবৈধভাবে থাকা বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের ওপর অভ্যন্তরীণভাবেই চাপ সৃষ্টি হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের বৈধতার সুযোগ দেওয়া এবং তাতে সমর্থ না হলে তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে দেনদরবার চালানো হচ্ছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এর পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসীর দেশে প্রত্যাবর্তনের পর যাতে কোনো মানবিক সংকটের উদ্ভট না ঘটে সে ব্যাপারেও প্রস্তুতি থাকতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ