ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসকারী প্রায় ৮০ হাজার বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ একটি উদ্বেগজনক বিষয়। বিপুলসংখ্যক ইউরোপ প্রবাসী দেশে ফিরে এলে তাদের ওপর নির্ভরশীল প্রায় ৮০ হাজার পরিবারের জীবিকা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হবে। দেশের রেমিট্যান্স আয়ের ওপরও তা নেতিবাচক প্রভাব বিস্তার করবে। স্মর্তব্য, ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের একাংশ সংশ্লিষ্ট দেশগুলোতে অবৈধ পথে প্রবেশ করে বছরের পর বছর ধরে অবস্থান করছে। আরেক অংশ বৈধ ভিসা নিয়ে বিভিন্ন ইউরোপীয় দেশে প্রবেশ করে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করায় অবৈধ বলে বিবেচিত হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসীদের সম্পর্কে চাপ সৃষ্টি হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের সমঝোতার মাধ্যমে স্ব স্ব দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছে, যার মধ্যে প্রায় ৮০ হাজার বাংলাদেশিও রয়েছে। ইইউ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর একটি কাঠামো তৈরিতে সম্মতি আদায় করেছে। স্মর্তব্য, ইউরোপের ইইউভুক্ত বিভিন্ন দেশে আড়াই লাখ বাংলাদেশি অবস্থান করছে, যাদের মধ্যে ৮০ হাজার অভিবাসী ভিসার মেয়াদ না থাকা ও অন্যান্য কারণে সমূহ সংকটে পড়েছেন। ইউরোপে অভিবাসীদের মানবিক দৃষ্টিতে দেখা হয়। এ কারণে এতদিন অবৈধ বসবাসকারীদের সংকটে পড়তে হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে স্রোতের মতো শরণার্থী প্রবেশ শুরু হলে ইউরোপের দেশগুলো চাপের মুখে পড়ে। ২৮ জাতির জোট ইইউতে শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে টানাপড়েন শুরু হয়। ফলে ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়া কিংবা অবৈধভাবে থাকা বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের ওপর অভ্যন্তরীণভাবেই চাপ সৃষ্টি হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের বৈধতার সুযোগ দেওয়া এবং তাতে সমর্থ না হলে তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে দেনদরবার চালানো হচ্ছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এর পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসীর দেশে প্রত্যাবর্তনের পর যাতে কোনো মানবিক সংকটের উদ্ভট না ঘটে সে ব্যাপারেও প্রস্তুতি থাকতে হবে।
শিরোনাম
- খাগড়াছড়িতে ‘পদোন্নতি বঞ্চিত’ প্রভাষকদের কর্মবিরতি শুরু
- কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
- ১২৪ রানের ছোট লক্ষ্য পূরণে ব্যর্থ ভারত, ঘরের মাঠেই লজ্জার হার
- প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
- বাংলাদেশে চালু হলো অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড
- ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৩ মামলা
- রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটর
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি
- মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
ইউরোপ প্রবাসীদের বিসংবাদ
পরিস্থিতির মোকাবিলায় উদ্যোগ থাকতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর