কক্সবাজারের মহেশখালী দ্বীপের গহিন পাহাড়ি অরণ্যের গোপন অস্ত্র কারখানায় অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অপরাধী খুলু মিয়া নামের এক অস্ত্র কারিগর নিহত হয়। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি পুলিশ মহেশখালীর গহিন পাহাড়ে আরেকটি গোপন অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালায়। সে অভিযানেও একজন অস্ত্র কারিগর নিহত ও বিপুল অস্ত্র উদ্ধার হয়। ১৭ দিনের মধ্যে মহেশখালীর পাহাড়ে দুটি অস্ত্র তৈরির কারখানা ধ্বংস ও বিপুল অস্ত্র উদ্ধার পুলিশের একটি দৃষ্টিগ্রাহ্য সাফল্য। উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মহেশখালী দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। যোগাযোগের ক্ষেত্রে দুর্গম মহেশখালীর পাহাড়গুলো সন্ত্রাসী ও অপরাধী চক্রের ঘাঁটি হিসেবে ব্যবহূত হচ্ছিল দীর্ঘদিন ধরে। গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনের সরেজমিন প্রতিবেদনে মহেশখালীর ১১টি পাহাড়ে ২২টি অস্ত্র কারখানা গড়ে ওঠা এবং সেখানে তৈরি অস্ত্র সমাজবিরোধীদের কাছে সরবরাহের বিষয়টি তুলে ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং তারা অবৈধ অস্ত্র কারখানা ধ্বংসে তৎপর হয়। প্রতিবেদনে বলা হয়, দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের অস্ত্রের প্রধান সরবরাহ যায় মহেশখালীর ১১টি দুর্গম পাহাড়ে গড়ে ওঠা অস্ত্র তৈরির ২২টি কারখানা থেকে। ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া পাহাড়, পাশের দেবাঙ্গীর পাহাড়, আধারঘোনা পাহাড়, হোয়ানক ইউনিয়নের বালুঘোনা, কেরুনতলীর পাহাড়, কালারমার ছড়ার মোহাম্মদ শাহ ঘোনা, ফকিরজোম ও ভাঙ্গামুরা পাহাড়, ইউনুসখালীর ধুয়াছড়ি পাহাড়, বড় মহেশখালীর মুন্সির ডেইল, মাঝের ডেইল, কমলাঘোনা শুরঘোনা পাহাড়, দেবাইঙ্গাপাড়া, বড় ডেইল, শুকরিয়াপাড়া, ফুড়িরঝিড়ি পাহাড়, শিয়াপাড়া, ভারুইতলী পাহাড়, চোলাই পাহাড় ও পানিরছড়া পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা রয়েছে। দুর্গম পাহাড়ি অরণ্যে অভিযান চালিয়ে দুটি অবৈধ অস্ত্র কারখানা ধ্বংস এবং দুই অস্ত্র নির্মাতার মৃত্যু দেশের আইনশৃঙ্খলার জন্য স্বস্তিদায়ক খবর হলেও এতে আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নেই। মহেশখালীতে আরও যে সব গোপন অবৈধ অস্ত্র কারখানা আছে যেগুলোতে অভিযান চালিয়ে ধ্বংস এবং এর হোতাদের গ্রেফতারের উদ্যোগ নিতে হবে।
শিরোনাম
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
- আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে : দুলু
- কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান
- বগুড়া পৌরসভার উন্মুক্ত ড্রেন যেন মৃত্যু ফাঁদ
- রাজবাড়ীতে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- টাঙ্গাইল আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন
- অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের
- ‘বাকসু’ বিএম কলেজের, দাবি সাবেক ছাত্র নেতাদের