কক্সবাজারের মহেশখালী দ্বীপের গহিন পাহাড়ি অরণ্যের গোপন অস্ত্র কারখানায় অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অপরাধী খুলু মিয়া নামের এক অস্ত্র কারিগর নিহত হয়। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি পুলিশ মহেশখালীর গহিন পাহাড়ে আরেকটি গোপন অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালায়। সে অভিযানেও একজন অস্ত্র কারিগর নিহত ও বিপুল অস্ত্র উদ্ধার হয়। ১৭ দিনের মধ্যে মহেশখালীর পাহাড়ে দুটি অস্ত্র তৈরির কারখানা ধ্বংস ও বিপুল অস্ত্র উদ্ধার পুলিশের একটি দৃষ্টিগ্রাহ্য সাফল্য। উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মহেশখালী দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। যোগাযোগের ক্ষেত্রে দুর্গম মহেশখালীর পাহাড়গুলো সন্ত্রাসী ও অপরাধী চক্রের ঘাঁটি হিসেবে ব্যবহূত হচ্ছিল দীর্ঘদিন ধরে। গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনের সরেজমিন প্রতিবেদনে মহেশখালীর ১১টি পাহাড়ে ২২টি অস্ত্র কারখানা গড়ে ওঠা এবং সেখানে তৈরি অস্ত্র সমাজবিরোধীদের কাছে সরবরাহের বিষয়টি তুলে ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং তারা অবৈধ অস্ত্র কারখানা ধ্বংসে তৎপর হয়। প্রতিবেদনে বলা হয়, দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের অস্ত্রের প্রধান সরবরাহ যায় মহেশখালীর ১১টি দুর্গম পাহাড়ে গড়ে ওঠা অস্ত্র তৈরির ২২টি কারখানা থেকে। ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া পাহাড়, পাশের দেবাঙ্গীর পাহাড়, আধারঘোনা পাহাড়, হোয়ানক ইউনিয়নের বালুঘোনা, কেরুনতলীর পাহাড়, কালারমার ছড়ার মোহাম্মদ শাহ ঘোনা, ফকিরজোম ও ভাঙ্গামুরা পাহাড়, ইউনুসখালীর ধুয়াছড়ি পাহাড়, বড় মহেশখালীর মুন্সির ডেইল, মাঝের ডেইল, কমলাঘোনা শুরঘোনা পাহাড়, দেবাইঙ্গাপাড়া, বড় ডেইল, শুকরিয়াপাড়া, ফুড়িরঝিড়ি পাহাড়, শিয়াপাড়া, ভারুইতলী পাহাড়, চোলাই পাহাড় ও পানিরছড়া পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা রয়েছে। দুর্গম পাহাড়ি অরণ্যে অভিযান চালিয়ে দুটি অবৈধ অস্ত্র কারখানা ধ্বংস এবং দুই অস্ত্র নির্মাতার মৃত্যু দেশের আইনশৃঙ্খলার জন্য স্বস্তিদায়ক খবর হলেও এতে আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নেই। মহেশখালীতে আরও যে সব গোপন অবৈধ অস্ত্র কারখানা আছে যেগুলোতে অভিযান চালিয়ে ধ্বংস এবং এর হোতাদের গ্রেফতারের উদ্যোগ নিতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ