দেরিতে হলেও রাজধানীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে সঠিক পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সমস্যা সমাধানে ড্রেনেজব্যবস্থার দায়িত্ব ওয়াসা নামের সাদা হাতির বদলে সিটি করপোরেশনের ওপর অর্পণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার গুলশানের ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সেবা সংস্থার সমন্বয় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নাগরিকদের সুযোগ-সুবিধা দেখার সঙ্গে সরাসরি সম্পৃক্ত প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশনকে ড্রেনেজব্যবস্থার দায়িত্ব নেওয়ার নির্দেশনা দেন। তিনি জলাবদ্ধতা নিরসনে দুই সিটি করপোরেশনকে পৃথক রোডম্যাপ তৈরির নির্দেশ দেন। বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী ঢাকা ওয়াসার ড্রেনেজ অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, জলাবদ্ধতাই ঢাকা মহানগরীর প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা এক দিনে তৈরি হয়নি এবং ওয়াসার অব্যবস্থাপনাই জলাবদ্ধতার প্রধান কারণ। নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান হলেও ওয়াসা আজ নাগরিকদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। সেবাপ্রাপ্তির ক্ষেত্রে মানুষ ওয়াসাকে কাছে পায় না। তাই জলাবদ্ধতা সমস্যা সমাধানে ওয়াসা নয়, সিটি করপোরেশনকেই প্রধান দায়িত্ব পালন করতে হবে। তাদের সঙ্গে অন্যান্য সংস্থাও কাজ করবে। সমস্যা সমাধানে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। স্মর্তব্য, রাজধানীর ড্রেনেজব্যবস্থার বিভিন্ন অংশ ওয়াসা, রাজউক, সিটি করপোরেশন, ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসি দেখভাল করে। সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা রাজধানীবাসীর নিয়তির লিখনে পরিণত হয়েছে। রাজধানীর ড্রেনেজব্যবস্থার দায়িত্ব ওয়াসার বদলে সিটি করপোরেশনের হাতে ন্যস্ত করার সিদ্ধান্তকে আমরা তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করতে চাই। আমাদের মতে, শুধু ড্রেনেজব্যবস্থা নয়, রাজধানীতে সেবাদান করা হয় এমন সব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সিটি করপোরেশনের হাতে ন্যস্ত করার কথা ভাবতে হবে। রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থাপনা, পানীয় জল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ এমনকি ট্রাফিকব্যবস্থা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও সিটি করপোরেশনের নেতৃত্ব থাকা উচিত। এ উদ্দেশ্যে নগর সরকার প্রতিষ্ঠার কথাও ভাবা যেতে পারে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ