বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দীনকে জটিল করে তোলা অনুচিত

মুহম্মাদ জিয়াউদ্দিন

ইসলাম আল্লাহর মনোনীত জীবন-বিধান। আল্লাহর দীন বা বিধান মানুষকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার জন্য। আল্লাহ অসীম দয়ালু। আল্লাহ তাঁর দীনের নামে কোনো ধরনের বাড়াবাড়ি পছন্দ করেন না। আল্লাহ আমাদের জন্য যে জীবন-বিধান দিয়েছেন তা সহজ ও সরল। যারা একে জটিল করে তোলে তারা সঠিক পথের অনুসারী নয়। হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দীন অত্যন্ত সহজ ও সরল। কিন্তু যে কোনো ব্যক্তি দীনের সঙ্গে বাড়াবাড়ি করবে সে পরাজিত হবে। তাই সবার কর্তব্য হবে, ঠিকভাবে দৃঢ়তার সঙ্গে ইসলামের নির্দেশিত পথ অবলম্বন করে বাড়াবাড়ি না করে ধীরস্থির গতিতে মধ্যপন্থা অবলম্বন করে চলা এবং আল্লাহর রহমত ও করুণার আশা পোষণ করা এবং সকাল-বিকাল ও শেষ রাতে নফল ইবাদত দ্বারা (আল্লাহর অধিক নৈকট্য লাভ ও উন্নতির পথে) সাহায্য গ্রহণ করা।’ বুখারি।

আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। নামাজ বা সালাত আদায়, সিয়াম সাধনা বা রোজা পালন করা যেমন ইবাদত, তেমনি সব ভালো কাজ, বাবা, মা, স্ত্রী, সন্তান, পাড়া-পড়শি, আত্মীয়স্বজন তথা সমাজের মানুষের জন্য অবদান রাখাও সওয়াবের কাজ হিসেবে বিবেচিত। যারা আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ইমান এনেছে আখেরাতে তারা জান্নাতের সুশীতল ছায়ায় ঠাঁই পাবে। হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অস্বীকারকারী ছাড়া আমার উম্মতের সবাই জান্নাতে যেতে পারবে। সাহাবিরা জিজ্ঞাসা করলেন, অস্বীকারকারী কে? তিনি উত্তরে বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য অবলম্বন করে চলবে সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, সে অস্বীকারকারী সাব্যস্ত হবে। বুখারি)। মানবতা ও মানবকল্যাণের ধর্ম ইসলামের যারা অনুসারী আল্লাহর প্রতি আনুগত্যে তাদের অটল হতে হবে। আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বরখেলাপ হয় এমন পথ বর্জন করতে হবে। আল্লাহ আমাদের তাঁর নির্দেশিত পথে অটল থাকার তাওফিক দান করুন।

লেখক : ইসলামবিষয়ক গবেষক।

 

সর্বশেষ খবর