রাজধানীতে একই দিনে পুলিশ এক জঙ্গি আস্তানা থেকে এক পরিবারের পাঁচ সদস্যকে এবং আরেক অভিযানে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ সন্ত্রাসী চক্রের তিন সদস্যকে বিপুল অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করেছে। রাজধানীর রূপনগরে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় পুলিশের তিন সদস্য ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছে। আস্তানা থেকে আটক পাঁচ জঙ্গি নিষিদ্ধ সংগঠন আনসারুল ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট। তারা একই পরিবারের সদস্য। পরিবারপ্রধান একটি সরকারি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার স্ত্রী ও তিন সন্তানকেও গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে রূপনগরে জঙ্গি আস্তানা আবিষ্কারের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযানের সময় পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে। রাত দেড়টায় শুরু হয় অভিযান। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ হামলা ঠেকাতে সাত রাউন্ড গুলি করে। জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিন সদস্য আহত হয়। পক্ষান্তরে জাকারিয়া নামের এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। জঙ্গি আস্তানা থেকে প্রচুর দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়। একই দিন রাজধানীর খিলগাঁও সিপাহিবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে একে-২২ রাইফেল ছাড়াও উদ্ধার হয়েছে চারটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও ৪৭ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি। দেশের বিভিন্ন এলাকায় অপরাধ সংগঠনের জন্য তারা ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করত। চাঁদাবাজি ও হত্যা ছিল তাদের প্রধান কাজ। বিদেশেও এ চক্রের সদস্য রয়েছে। জঙ্গিবিরোধী ব্যাপক অভিযান সত্ত্বেও অশান্তির বরপুত্ররা যে হতোদ্যম হয়ে পড়েনি রূপনগর থেকে পাঁচ জঙ্গির গ্রেফতার তারই প্রমাণ। রাজধানী থেকে পরপর একে-২২ রাইফেলের মতো মারাত্মক আগ্নেয়াস্ত্র উদ্ধার জননিরাপত্তা সম্পর্কে শঙ্কা সৃষ্টি করেছে। আমরা আশা করব আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করে একে-২২ রাইফেলের উৎস সম্পর্কে জানার চেষ্টা করা হবে। সন্ত্রাসী চক্রের হোতাদের ছাই দিয়ে ধরার চেষ্টা করা হবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি