রাজধানীতে একই দিনে পুলিশ এক জঙ্গি আস্তানা থেকে এক পরিবারের পাঁচ সদস্যকে এবং আরেক অভিযানে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ সন্ত্রাসী চক্রের তিন সদস্যকে বিপুল অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করেছে। রাজধানীর রূপনগরে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় পুলিশের তিন সদস্য ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছে। আস্তানা থেকে আটক পাঁচ জঙ্গি নিষিদ্ধ সংগঠন আনসারুল ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট। তারা একই পরিবারের সদস্য। পরিবারপ্রধান একটি সরকারি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার স্ত্রী ও তিন সন্তানকেও গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে রূপনগরে জঙ্গি আস্তানা আবিষ্কারের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযানের সময় পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে। রাত দেড়টায় শুরু হয় অভিযান। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ হামলা ঠেকাতে সাত রাউন্ড গুলি করে। জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিন সদস্য আহত হয়। পক্ষান্তরে জাকারিয়া নামের এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। জঙ্গি আস্তানা থেকে প্রচুর দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়। একই দিন রাজধানীর খিলগাঁও সিপাহিবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে একে-২২ রাইফেল ছাড়াও উদ্ধার হয়েছে চারটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও ৪৭ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি। দেশের বিভিন্ন এলাকায় অপরাধ সংগঠনের জন্য তারা ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করত। চাঁদাবাজি ও হত্যা ছিল তাদের প্রধান কাজ। বিদেশেও এ চক্রের সদস্য রয়েছে। জঙ্গিবিরোধী ব্যাপক অভিযান সত্ত্বেও অশান্তির বরপুত্ররা যে হতোদ্যম হয়ে পড়েনি রূপনগর থেকে পাঁচ জঙ্গির গ্রেফতার তারই প্রমাণ। রাজধানী থেকে পরপর একে-২২ রাইফেলের মতো মারাত্মক আগ্নেয়াস্ত্র উদ্ধার জননিরাপত্তা সম্পর্কে শঙ্কা সৃষ্টি করেছে। আমরা আশা করব আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করে একে-২২ রাইফেলের উৎস সম্পর্কে জানার চেষ্টা করা হবে। সন্ত্রাসী চক্রের হোতাদের ছাই দিয়ে ধরার চেষ্টা করা হবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ