রাজধানীতে একই দিনে পুলিশ এক জঙ্গি আস্তানা থেকে এক পরিবারের পাঁচ সদস্যকে এবং আরেক অভিযানে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ সন্ত্রাসী চক্রের তিন সদস্যকে বিপুল অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করেছে। রাজধানীর রূপনগরে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় পুলিশের তিন সদস্য ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছে। আস্তানা থেকে আটক পাঁচ জঙ্গি নিষিদ্ধ সংগঠন আনসারুল ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট। তারা একই পরিবারের সদস্য। পরিবারপ্রধান একটি সরকারি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার স্ত্রী ও তিন সন্তানকেও গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে রূপনগরে জঙ্গি আস্তানা আবিষ্কারের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযানের সময় পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে। রাত দেড়টায় শুরু হয় অভিযান। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ হামলা ঠেকাতে সাত রাউন্ড গুলি করে। জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিন সদস্য আহত হয়। পক্ষান্তরে জাকারিয়া নামের এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। জঙ্গি আস্তানা থেকে প্রচুর দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়। একই দিন রাজধানীর খিলগাঁও সিপাহিবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে একে-২২ রাইফেল ছাড়াও উদ্ধার হয়েছে চারটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও ৪৭ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি। দেশের বিভিন্ন এলাকায় অপরাধ সংগঠনের জন্য তারা ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করত। চাঁদাবাজি ও হত্যা ছিল তাদের প্রধান কাজ। বিদেশেও এ চক্রের সদস্য রয়েছে। জঙ্গিবিরোধী ব্যাপক অভিযান সত্ত্বেও অশান্তির বরপুত্ররা যে হতোদ্যম হয়ে পড়েনি রূপনগর থেকে পাঁচ জঙ্গির গ্রেফতার তারই প্রমাণ। রাজধানী থেকে পরপর একে-২২ রাইফেলের মতো মারাত্মক আগ্নেয়াস্ত্র উদ্ধার জননিরাপত্তা সম্পর্কে শঙ্কা সৃষ্টি করেছে। আমরা আশা করব আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করে একে-২২ রাইফেলের উৎস সম্পর্কে জানার চেষ্টা করা হবে। সন্ত্রাসী চক্রের হোতাদের ছাই দিয়ে ধরার চেষ্টা করা হবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
- রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন প্রেস সচিব
- আবারও রিমান্ডে সাবেক এমপি জাফর আলম
- হরমুজ প্রণালিতে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান: দাবি যুক্তরাষ্ট্রের
- রাজধানীতে বাসায় ঝুলছিল যুবকের মরদেহ
- হজ পালন শেষে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
- জুলাই আন্দোলনে ৬ বছরের শিশুর মৃত্যু, ২০০ জনের বিরুদ্ধে মামলা
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০৯
- ব্রহ্মপুত্রে নৌকা ডুবি: ২২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার
- ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
- পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হলেন প্রেমিক!
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি