রাজধানীতে একই দিনে পুলিশ এক জঙ্গি আস্তানা থেকে এক পরিবারের পাঁচ সদস্যকে এবং আরেক অভিযানে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ সন্ত্রাসী চক্রের তিন সদস্যকে বিপুল অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করেছে। রাজধানীর রূপনগরে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় পুলিশের তিন সদস্য ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছে। আস্তানা থেকে আটক পাঁচ জঙ্গি নিষিদ্ধ সংগঠন আনসারুল ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট। তারা একই পরিবারের সদস্য। পরিবারপ্রধান একটি সরকারি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার স্ত্রী ও তিন সন্তানকেও গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে রূপনগরে জঙ্গি আস্তানা আবিষ্কারের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযানের সময় পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে। রাত দেড়টায় শুরু হয় অভিযান। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ হামলা ঠেকাতে সাত রাউন্ড গুলি করে। জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিন সদস্য আহত হয়। পক্ষান্তরে জাকারিয়া নামের এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। জঙ্গি আস্তানা থেকে প্রচুর দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়। একই দিন রাজধানীর খিলগাঁও সিপাহিবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে একে-২২ রাইফেল ছাড়াও উদ্ধার হয়েছে চারটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও ৪৭ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি। দেশের বিভিন্ন এলাকায় অপরাধ সংগঠনের জন্য তারা ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করত। চাঁদাবাজি ও হত্যা ছিল তাদের প্রধান কাজ। বিদেশেও এ চক্রের সদস্য রয়েছে। জঙ্গিবিরোধী ব্যাপক অভিযান সত্ত্বেও অশান্তির বরপুত্ররা যে হতোদ্যম হয়ে পড়েনি রূপনগর থেকে পাঁচ জঙ্গির গ্রেফতার তারই প্রমাণ। রাজধানী থেকে পরপর একে-২২ রাইফেলের মতো মারাত্মক আগ্নেয়াস্ত্র উদ্ধার জননিরাপত্তা সম্পর্কে শঙ্কা সৃষ্টি করেছে। আমরা আশা করব আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করে একে-২২ রাইফেলের উৎস সম্পর্কে জানার চেষ্টা করা হবে। সন্ত্রাসী চক্রের হোতাদের ছাই দিয়ে ধরার চেষ্টা করা হবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
জঙ্গি ও সন্ত্রাসীদের হটাও
ওদের ছাই দিয়ে ধরতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর