রাজধানীতে একই দিনে পুলিশ এক জঙ্গি আস্তানা থেকে এক পরিবারের পাঁচ সদস্যকে এবং আরেক অভিযানে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ সন্ত্রাসী চক্রের তিন সদস্যকে বিপুল অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করেছে। রাজধানীর রূপনগরে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় পুলিশের তিন সদস্য ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছে। আস্তানা থেকে আটক পাঁচ জঙ্গি নিষিদ্ধ সংগঠন আনসারুল ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট। তারা একই পরিবারের সদস্য। পরিবারপ্রধান একটি সরকারি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার স্ত্রী ও তিন সন্তানকেও গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে রূপনগরে জঙ্গি আস্তানা আবিষ্কারের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযানের সময় পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে। রাত দেড়টায় শুরু হয় অভিযান। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ হামলা ঠেকাতে সাত রাউন্ড গুলি করে। জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিন সদস্য আহত হয়। পক্ষান্তরে জাকারিয়া নামের এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। জঙ্গি আস্তানা থেকে প্রচুর দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়। একই দিন রাজধানীর খিলগাঁও সিপাহিবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে একে-২২ রাইফেল ছাড়াও উদ্ধার হয়েছে চারটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও ৪৭ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি। দেশের বিভিন্ন এলাকায় অপরাধ সংগঠনের জন্য তারা ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করত। চাঁদাবাজি ও হত্যা ছিল তাদের প্রধান কাজ। বিদেশেও এ চক্রের সদস্য রয়েছে। জঙ্গিবিরোধী ব্যাপক অভিযান সত্ত্বেও অশান্তির বরপুত্ররা যে হতোদ্যম হয়ে পড়েনি রূপনগর থেকে পাঁচ জঙ্গির গ্রেফতার তারই প্রমাণ। রাজধানী থেকে পরপর একে-২২ রাইফেলের মতো মারাত্মক আগ্নেয়াস্ত্র উদ্ধার জননিরাপত্তা সম্পর্কে শঙ্কা সৃষ্টি করেছে। আমরা আশা করব আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করে একে-২২ রাইফেলের উৎস সম্পর্কে জানার চেষ্টা করা হবে। সন্ত্রাসী চক্রের হোতাদের ছাই দিয়ে ধরার চেষ্টা করা হবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬৬১
- ভুয়া প্রমাণ হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে আইনানুগ ব্যবস্থা
- বাংলাদেশ ও উইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ
- রংপুরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ
- পীরগাছায় পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, ২০ যাত্রী আহত
- সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : দুদু
- নেত্রকোনায় ওজোন স্তর দিবসে আলোচনা সভা ও প্রকৃতিবন্ধন
- সার আমদানির চুক্তি অনুমোদনে সরকারের সুপারিশ
- ইকোনমিক পার্টারনশিপ এগ্রিমেন্ট দ্রুত স্বাক্ষরে আশাবাদী জাপানের রাষ্ট্রদূত
- পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্তের দাবি আমদানি-রপ্তানিকারকদের
- ডেঙ্গু মোকাবিলায় ১২ দফা জরুরি নির্দেশনা
- বগুড়ায় মা-ছেলে খুন
- শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
- এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে চায় সরকার : বাণিজ্য সচিব
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
জঙ্গি ও সন্ত্রাসীদের হটাও
ওদের ছাই দিয়ে ধরতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর