বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অসহায় লোকদের প্রতি কর্তব্য

মুফতি ওলিউল্লাহ পাটোয়ারী

অসহায় লোকদের প্রতি কর্তব্য

হজরত আবুজার গিফারি (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  বলেছেন, ‘তোমাদের চাকর-চাকরানি ও দাস-দাসীরা প্রকৃতপক্ষে তোমাদের ভাইবোন; আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করেছেন। সুতরাং যার ভাইকে তার অধীন করে দিয়েছেন সে যেন তাকে তা-ই খাওয়ায় যা সে নিজে খায়। তাকে যেন তা-ই পরিধান করায় যা সে নিজে পরিধান করে। আর তার সাধ্যের বাইরে যেন কোনো কাজ চাপানো না হয়। একান্ত যদি চাপানো হয় তবে তা সমাধা করার ব্যাপারে তাকে সাহায্য করা উচিত।’ বুখারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমাদের অধীন চাকর-চাকরানি দাস-দাসী অসহায় মানুষগুলোর সঙ্গে ভালো ব্যবহার কোরো। কারণ তারাও তোমাদের মতো মানুষ। তাদেরকে তোমাদের ভাইবোনের মতো মনে কোরো। তোমাদের সহায়-সম্বল ধন-সম্পদ না থাকলে তোমাদেরও তাদের মতো কারও বাসার চাকর-চাকরানি হতে হতো। দুই মুঠো অন্নের জন্য এক টুকরা কাপড়ের জন্য পরের বাড়ির মালিকের দিকে চেয়ে থাকতে হতো। কিন্তু আল্লাহ তোমাদের সামর্থ্য দিয়েছেন। কাজেই তোমাদের বাসায় কাজের লোক যারা আছে তাদের তোমরা নিজের ভাইবোন মনে করে তাদের প্রতি দয়ার্দ্র আচরণ করবে। আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কাজেই তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াবে। তোমরা যা পরিধান করবে তাদেরও তা পরিধান করাবে। নিজেরা উন্নতমানের খাবার পানীয় খেয়ে তাদের খোঁজখবর না নিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।’ আমাদের বাসাবাড়ির কাজের লোক, পাশের অসহায় পথশিশু, দরিদ্র ছেলেমেয়ে, ছাত্রছাত্রী, নারী-পুরুষ যারা আছে তারাও এ বিধানের আওতাভুক্ত। মানবতার মহান বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের প্রতি দয়ালু হয়ে এ কথাও বলেছেন যে, ‘তাদের সাধ্যের বাইরে যাতে কোনো কাজ চাপানো না হয়। একান্ত যদি চাপানো হয় তবে তা সমাধা করার ব্যাপারে তাকে সাহায্য করা উচিত। যাতে সে সহজে দায়িত্ব পালন করতে পারে।’ তাহলে আমাদের ঝটপট সিদ্ধান্ত নিতে হবে যাদের শীতবস্ত্র নেই তাদের আমরা শীতবস্ত্র বিতরণ করব। যাদের খাবার নেই তাদের আহারের ব্যবস্থা করব। এবং আমাদের চাকর-চাকরানিসহ সবার সঙ্গে ভালো ব্যবহার করব। আল্লাহ আমাদের সবাইকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ মেনে চলার তৌফিক দান করুন।

 লেখক : খতিব, বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ পীরেরবাগ ওলি মার্কেট, ঢাকা।

সর্বশেষ খবর