বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ফিনিক্স পাখির উপমা

হার মানতে জানে না বাংলাদেশ

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একাত্তরে হানাদার পাকিস্তানিদের ঘৃণ্য গণহত্যা ও জ্বালাও-পোড়াও অপকান্ডে ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশ। তার পরও তারা বাঙালিদের কাছে পরাজয় এড়াতে পারেনি। পাকিস্তানের পরাজয় তাদের শক্তিমান দুই প্রভু দেশ চীন ও যুক্তরাষ্ট্র ঠেকাতে পারেনি। নিজেদের লজ্জা লুকাতে পাকিস্তানের গডফাদার একটি দেশের ‘সেক্রেটারি অব স্টেট’ বাংলাদেশকে ব্যঙ্গ করে তলাবিহীন ঝুড়ি অভিহিত করেন। সেই বাংলাদেশ এখন বিকাশমান অর্থনৈতিক শক্তি। বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধির দেশগুলোর একটি। বিজয়ের ৪৯ বছরে বাংলাদেশ পাল্টে গেছে সব ক্ষেত্রে। রূপকথার ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে উড়াল দেওয়ার কৃতিত্ব দেখিয়েছে। মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের ৫০ বছরে বাংলাদেশ পদার্পণ করেছে এক অনন্য গর্ব নিয়ে। করোনাকালেও বাংলাদেশ অর্থনৈতিক পুনরুদ্ধারে সাফল্য দেখিয়েছে ঈর্ষণীয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ শত্রুমুক্ত হয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরঙ্কুশ হয়। পাকিস্তানের চেয়ে এখন প্রায় সব ক্ষেত্রেই এগিয়ে আছে বাংলাদেশ। অনেক ক্ষেত্রে ভারতের চেয়েও এগিয়ে। অর্থনৈতিক ক্ষেত্রে জিডিপি ও মাথাপিছু জিডিপিতে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। গ্রস সেভিংস জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে। শিশুমৃত্যু হারের ক্ষেত্রেও এ দুটি দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ। শিশুদের জন্য নিরাপদ পরিবেশের ক্ষেত্রেও বাংলাদেশ শীর্ষে। শুধু প্রতিবেশী ভারত ও পাকিস্তানের কাছে নয়, বাংলাদেশের সাফল্য এখন বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর কাছেও রীতিমতো রহস্য। স্বল্প সময়ের মধ্যে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের সাফল্যে ঈর্ষান্বিত অনেক উন্নত রাষ্ট্র। খোদ জাতিসংঘ এখন বিভিন্ন সদস্য দেশকে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশকে অনুসরণ করতে বলছে। বাংলাদেশ প্রতিবেশী দেশের বিপদাপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্ব সমাজের কাছে নাম লিখেছে। নারীর ক্ষমতায়নে এ দেশের সাফল্য জাপানের মতো দেশের জন্য ঈর্ষার। অর্থনীতিতে সাফল্য বিশ্বনন্দিত অর্থনীতিবিদ নোবেলজয়ী অমর্ত্য সেনের প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশের এ সাফল্য অর্জিত হয়েছে দেশের মানুষের হার না মানা মনোভাবে। অভিবাদন ১৭ কোটি মানুষকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর