ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীর ওপর যৌন নির্যাতনের ঘটনা তদন্ত করতে গিয়ে র্যাব সুসংবদ্ধ এক আন্তর্জাতিক নারী পাচারকারী দলের সন্ধান পেয়েছে। এ দলের মূল হোতা চার পাচারকারীকেও আটক করেছেন ওই এলিট ফোর্সের সদস্যরা। আটককৃতরা ভারতে নারী পাচার করে তাদের যৌন ব্যবসায় নিয়োগ করতেন। কেউ আপত্তি করলেই তার ওপর নেমে আসত নির্যাতন। গত সোমবার রাতে যশোরের অভয়নগর ও বেনাপোলে অভিযান চালিয়ে র্যাব নারী পাচার চক্রের সদস্যদের গ্রেফতার করে। চক্রটির স্বীকারোক্তি অনুযায়ী তারা ভারতে ৫ শতাধিক নারী পাচার করেছে। প্রতিজনের জন্য তারা পেয়েছে ৩০ হাজার টাকা। বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীর ওপর যৌন নির্যাতনের ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওতে নির্যাতনকারী টিকটক হৃদয়সহ অন্যরাও এ চক্রের সদস্য। ভিকটিমদের বৈধ বা অবৈধ উভয় পথেই সীমান্ত অতিক্রম করানো হতো। প্রথমত, টার্গেট নারীদের তারা দেশের বিভিন্ন স্থান থেকে সীমান্তবর্তী জেলা যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহে নিয়ে আসত। এরপর ভিকটিমকে সীমান্তবর্তী বিভিন্ন সেফ হাউসে নিয়ে রাখা হতো। সেখান থেকে সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করানো হতো। পাশের দেশের এজেন্টরা তাদের কলকাতা থেকে দক্ষিণাঞ্চলের বেঙ্গালুরু পাঠাত। বেঙ্গালুরু পৌঁছানোর পর পাচারকারী চক্রের বস রাফি তাদের বিভিন্ন সেফ হাউসে রাখতেন। এরপর মাদকাসক্তে অভ্যস্ত ও অমানবিক নির্যাতনের মাধ্যমে যৌন ব্যবসায় বাধ্য করা হতো। সোমবার পাচারকারী দলের মূল হোতা যে চারজনকে র্যাব গ্রেফতার করেছে তার মধ্যে আশরাফুল ইসলাম রাফি ওরফে বস রাফি ছাড়াও রয়েছেন তার সহযোগী ম্যাডাম সাহিদা, ইসমাইল সরদার, আবদুর রহমান শেখ ওরফে আরমান শেখ। সাহিদার দুই মেয়ে সোনিয়া ও তানিয়াও পাচারকারী দলের সদস্য। নারী ও শিশু পাচার একটি মারাত্মক অপরাধ। ধর্মীয় ও সামাজিক দিক থেকেও এটি গর্হিত কর্মকান্ড হিসেবে বিবেচিত। আমরা আশা করব নারী পাচারের অভিশাপ থেকে সমাজ ও দেশকে মুক্ত করতে আইন অনুযায়ী এ চক্রের সদস্যদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। নারী পাচার সম্পর্কে সামাজিক সচেতনতা গড়ে তোলাও জরুরি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ