ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বাদবাকি সব ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ এবং নির্বাচন-উপযোগী উপজেলা ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। করোনাকালেও নির্বাচন অনুষ্ঠানকে প্রাধান্য দেওয়া হচ্ছে কমিশনের পক্ষ থেকে। করোনার কারণে আটকে থাকা সিলেট-৩ আসনের নির্বাচন হবে ৪ সেপ্টেম্বর। এ নির্বাচনের প্রার্থীরা ১ সেপ্টেম্বর সকাল থেকে ২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। স্মর্তব্য, সিলেট-৩ আসনের উপনির্বাচন ২৮ জুলাই সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু এর এক দিন আগে আদালতের আদেশে ভোট স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের বাধ্যবাধকতা মেনে সিলেট-৩ উপনির্বাচন ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতেই হবে। এজন্য ৪ সেপ্টেম্বর উপনির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করে ইসি। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সবশেষ ২১ জুন প্রথম ধাপে ২০৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। করোনার কারণে ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়। সোমবার নির্বাচন কমিশনের সভায় সব আটকে থাকা ভোট ডিসেম্বরের মধ্যে সম্পন্নের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬৭ ইউপি ও নয়টি পৌরসভা। গণতান্ত্রিক সমাজে দেশ পরিচালিত হয় জনপ্রতিনিধিদের মাধ্যমে। আমাদের নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সকল পর্যায়ের নির্বাচনের ব্যাপারে যে খুবই আন্তরিক তাতে কোনো সংশয়ের অবকাশই নেই। নির্বাচন কমিশনের পেছনে দেশবাসীর ট্যাক্সের শত শত কোটি টাকা ব্যয় হয়। নির্বাচন সময়মতো অনুষ্ঠানে কমিশনের আগ্রহ থাকা খুবই ইতিবাচক দিক এবং তা প্রশংসার যোগ্য। তবে দেশবাসীর কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানেও নির্বাচন কমিশনকে আন্তরিক হতে হবে। এটি তাদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
ডিসেম্বরের মধ্যে ভোট
নির্বাচনের গ্রহণযোগ্যতাও প্রত্যাশিত
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর